ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

একুশে টেলিভিশনের প্রযোজক সাবরিনা সুলতানার মা মৃত্যুবরণ করেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার

একুশে টেলিভিশনের বার্তা বিভাগের প্রযোজক সাবরিনা সুলতানা’র মা নিলুফা বেগম (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (০১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিলুফা বেগমের দাফন নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার সায়েবপাড়া কবরস্থানে সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে সাবরিনা সুলতানার মায়ের মৃত্যুতে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম ও ম্যানেজিং ডিরেক্টর  তাসনোভা মাহবুব সালাম  একুশে টেলিভিশনের বার্তা বিভাগের প্রযোজক সাবরিনা সুলতানা’র মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

এসএস//