ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

‘অস্তিত্ব সংকটে’ যুক্তরাষ্ট্র : বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ এখন এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের সময়ে নির্বাহী শাখা সাংবিধানিক কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) শিকাগোয় জাতীয় বার অ্যাসোসিয়েশনের বার্ষিক গালায় দেয়া বক্তব্যে বাইডেন বলেন, তারা শুধু নিজেরাই নয়, প্রায়শই এমন একটি কংগ্রেসের সহায়তায় এটা করছে, যারা চুপচাপ বসে আছে। আর সর্বোচ্চ আদালত যেন এই প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার কাজে নেমেছে। তারা যা রায় দিচ্ছে, আমার ঈশ্বর!

তিনি আরও বলেন, আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে, যা আমাদের ভবিষ্যৎকে আগের সব ইতিহাস থেকে আলাদা করে দেয়। নির্বাহী দপ্তরের নির্মম পদক্ষেপ, মৌলিক অধিকার খর্ব এবং বছরের পর বছর ধরে গড়ে ওঠা আইনি দৃষ্টান্ত বাতিল— সব মিলিয়ে আমরা এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছি।

ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে বাইডেন বলেন, আদালতের গুরুত্ব, বিচারকদের গুরুত্ব, আইন ও সংবিধানের গুরুত্ব— এসব এখন আমেরিকানরা নতুন করে উপলব্ধি করছে, কারণ এই লোকটার আমলে দেশ যে ধরনের চাপে রয়েছে, তা নজিরবিহীন।

তিনি অভিযোগ করেন, কিছু আইনজীবী প্রতিষ্ঠান চাপে মাথা নিচু করছে, ন্যায়বিচারের পক্ষে দাঁড়াচ্ছে না। পাশাপাশি শীর্ষ সংবাদমাধ্যমগুলোকেও সমালোচনা করেন এবং বলেন, আমাদের কিছু রাজনীতিক অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের নির্দয় নীতিকে উল্লাসের সঙ্গে দেখছেন, যা ভয়ানক।

বাইডেনের দাবি, বর্তমান প্রশাসন যেন তার সময়ের সব অর্জন মুছে ফেলতে চাইছে। তিনি বলেন, তারা ইতিহাস গড়তে চায় না, ইতিহাস মুছে ফেলতে চায়। তারা সমতা, ন্যায়বিচার— সবকিছুকেই মুছে দিতে চায়।

তিনি আমেরিকানদের আহ্বান জানিয়ে বলেন, ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানে এমন ক্লায়েন্টের পক্ষে থাকা, যে বড় চেক লিখতে পারে না, কিন্তু মৌলিক অধিকার রক্ষার প্রয়োজন আছে। ক্ষমতাবানদের রোষানলে পড়লেও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে, সংবিধানবিরোধী হুমকির বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়াতে হবে।

এই বক্তব্যের কয়েকদিন আগে বাইডেনের দুই সিনিয়র উপদেষ্টা মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে সাক্ষ্য দিয়েছেন, যেখানে বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে তদন্ত চলছে। বর্তমানে তিনি প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন এবং জনসমক্ষে খুব কমই দেখা যায় তাকে।

এসএস//