ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫ এএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার | আপডেট: ১১:১৮ এএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত ও ঝলসানো মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

স্থানীয়দের দাবি বিএসএফের নির্যাতনের শফিকুল মৃত্যুবরণ করেছে। তবে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল ফরহাদ মাহমুদ জানান বিএসএফের নির্যাতনের শফিকুল মৃত্যুবরণ করেছে এর কোন সত্যতা পাওয়া যায়নি।

স্থানীয় গ্রামবাসী দাবি করেছে, মৃত শফিকুল ইসলাম ভারত সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত অঞ্চল থেকে লাশটি উদ্ধার করে তারা আম বাগানে মরদেহটি রেখে আসেন। এর বেশি কিছু বলতে চাননি তিনি। 

এএইচ