ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২২ ১৪৩২

নির্বাচনের তফসিল চূড়ান্তে ইসিকে চিঠি দিচ্ছেন প্রধান উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ঘোষণা দেবেন।

সরকার ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ভাষণে তিনি সরাসরি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না। কারণ, সংবিধান অনুযায়ী তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণার একমাত্র এখতিয়ার নির্বাচন কমিশনের।

প্রধান উপদেষ্টা তার ভাষণে কমিশনকে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেবেন এবং দ্রুততম সময়ের মধ্যে তফসিল ঘোষণার পরামর্শ দিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর কথা জানাবেন।

চিঠির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ সমর্থনের বিষয়টিও তুলে ধরা হবে বলে জানা গেছে।

এসএস//