ঢাকা, রবিবার   ১৯ অক্টোবর ২০২৫,   কার্তিক ৩ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার | আপডেট: ০৮:৩৮ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার

গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে আল-জাজিরার তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গণমাধ্যমটির পাঁচ কর্মী নিহত হয়েছেন, এর মধ্যে রয়েছেন সাংবাদিক আনাস আল-শরিফ।

গতকাল রোববার (১০ আগস্ট) রাতে এই হামলার ঘটনা ঘটে। নিহত হওয়ার আগে শরিফ ও তার সহকর্মীরা গাজা সিটিতে বোমাবর্ষণের তথ্য ও ছবি ধারণের কাজ করছিলেন। খবর আল জাজিরার।

২৮ বছর বয়সী আনাস গাজার অন্যতম পরিচিত সাংবাদিক ছিলেন। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যার দায় স্বীকার করেছে এবং মিথ্যে দাবি করেছে যে আনাস আল-শরিফ হামাসের সশস্ত্র বাহিনীর একটি ইউনিটের নেতা ছিলেন।

হামলায় আল-জাজিরার নিহত অন্য চার কর্মী হলেন, সংবাদদাতা মোহাম্মদ ক্রেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের ও মোয়ামেন আলিওয়া এবং তাদের সহকারী মোহাম্মদ নুফাল।

টেলিফোনে আল-জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, তিনি জানতে পেরেছেন, আল-শিফা হাসপাতালের প্রধান গেটের কাছে সাংবাদিকদের ক্যাম্পে হামলা হয়েছে।

২০২৩ সালে গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়। সেই এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২১৩ জন।

এসএস//