ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৯ ১৪৩২

জয়পুরহাট সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠাল বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।

বুধবার দুপুরে বাংলাদেশি নাগরিকদের কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বিজিবির হাতে তুলে দেন বিএসএফ। 

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩০), মুরাদের স্ত্রী সাগরিকা বেগম (২৫) মুরাদের ২ ছেলে রমজান মোড়ল (০৮) ও মোঃ মুসকান মোড়ল (০৫) এবং মেয়ে মোছাঃ আমেনা মোড়ল (০২)।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)র লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা বলেন, গত ১২ আগস্ট রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)র কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ’ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ময়নুল ইসলাম জানান, বিজিবি ৫ জনকে থানায় জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। 

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

এএইচ