ব্রীজের উপর থেকে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার

গাজীপুরের শ্রীপুরে ত্রিমোহনী ব্রীজের উপর থেকে সুতি নদীতে ঝাঁপ দিয়েছে এক কলেজছাত্রী। এখন পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, দুপুরে শ্রীপুরের বর্মির ত্রিমোহনী এলাকায় সুতি নদীতে ব্রীজের উপর থেকে ঝাঁপ দেয় এক কলেজছাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালালেও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।
কেন ঝাঁপ দিয়েছেন তার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এএইচ