যমুনা সেতু মহাসড়ক অবরোধ, উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

নানা কর্মসূচির মধ্যে দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আজ যমুনা সেতুর পশ্চিমপার মহাসড়কে অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ রয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ডিপিপির অনুমোদনের দাবিতে বৃহস্পতিবার বেলা ১২টা হতে যমুনা সেতুর পশ্চিমপার গোল চত্বর মহাসড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
এসময় এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের পদত্যাগ চেয়েও নানা ব্যাঙ্গাত্বক স্লোগান দেয়।
তখন থেকে ঢাকা ও উত্তরবঙ্গ ৪ লেনে আটকা পড়েছে অগণিত যানবাহন। যাত্রীরা এজন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে।
আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও কথা জানান তারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তারপর থেকে ভাড়া করা ভবনসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এরপর মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাউতারা মৌজার ২৩৫ একর জায়গায় ২০১৮ সালে রবিন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ২৩৮ কোটি টাকা।
তবে প্রকল্প সংশোধনের জন্য ৮ম বারে সর্বশেষ ২০২৫ সালে ১শ’ একর ভূমির উপর ৫শ’ ১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে নতুন করে প্রস্তাব পাঠানো হয়। যা একনেকে অনুমোদেনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে থাকলেও পরিদর্শন শেষে ঢাকায় গিয়ে পরিবেশ উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই ভূমিতে স্থাপন না করার প্রস্তাব দেন।
এরপর থেকেই বিক্ষোভে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এএইচ