মাদারীপুর আ.লীগ নেতা খোকন বেপারী গ্রেপ্তার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খায়রুল আলম খোকন বেপারীকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।
সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা দেখানো হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকালে তাকে কালকিনি মাছ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কেএম সোহেল রানা।
গ্রেফতার হওয়া খায়রুল আলম খোকন বেপারী কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতা খায়রুল আলম খোকন বেপারীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। বুধবার বিকেলে তিনি মাছ বাজার এলাকায় ঘোরাফেরা করছেন এ খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কেএম সোহেল রানা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা খায়রুল আলম খোকন বেপারীর নামে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। বিকেলে তার সন্ধান পেয়ে আমরা তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছি।
এএইচ