ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১ ১৪৩২

জেলের জালে ধরা পড়লো ২২ কেজি ওজনের কোরাল

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলআমিন খাঁ নামের এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল মাছ। মাছটি ৩৩ হাজার ৭শ' ৯০ টাকায় কিনে নেন এক মৎস্য ব্যবসায়ী।

শনিবার বেলা এগারোটায় মাছটি কুয়াকাটা মাছ বাজারের খান ফিস আঁড়তে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। 

পরে নিলামের মাধ্যমে খলিল নামের এক মৎস্য ব্যবসায়ী ১৫শ' ৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭শ' ৯০ টাকায় মাছটি ক্রয় করেন। 

এর আগে সকাল নয়টায় লেম্বুর চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ওই জেলে মাছটি শিকার করেন।

জেলে আল-আমিন খাঁ বলেন, বঙ্গোপসাগর থেকে ডিঙ্গি ট্রলার নিয়ে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় ফিরছিলেন তিনি। এসময় সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় কোরালটি দেখতে পান। পরে তাৎক্ষনিক দু'দফা জাল ফেলে মাছটি শিকার করা হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সচরাচর এতো বড় সাইজের কোরাল জেলেদের জালে ধরা পড়েনা। তবে আশা করা যাচ্ছে অন্যান্য জেলেদের জালেও বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

এএইচ