ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

নতুন সোশ্যাল মিডিয়া উন্মোচন করলো তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার

বিশ্বের প্রযুক্তি বাজারে নতুন দিক উন্মোচন করেছে তুরস্ক। দেশটি নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘নেক্সট সোশ্যাল’ চালু করেছে। মাত্র ছয় সপ্তাহের মধ্যে এই প্ল্যাটফর্মটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এবং ব্যবহারকারীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে।

নতুন প্ল্যাটফর্মটির উদ্বোধন উপলক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান নিজেই প্রথম পোস্ট করেন।

মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই প্ল্যাটফর্মের বেটা সংস্করণ অল্প সময়ের মধ্যেই মোবাইল অ্যাপ স্টোরের “সোশ্যাল নেটওয়ার্ক” বিভাগে সবচেয়ে জনপ্রিয় ফ্রি অ্যাপে পরিণত হয়েছে।

প্ল্যাটফর্মটিতে টেক্সট, ছবি, ভিডিও ও পোল শেয়ার করার সুবিধা রয়েছে। বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে বিজ্ঞাপনবিহীন অ্যালগরিদম, বহু-ভাষা সমর্থন এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা T3 AI।

এই প্রকল্প বাস্তবায়ন করেছে তুর্কি টেকনোলজি টিম এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান বায়রাক্তার । সমর্থকদের মতে, এটি তুরস্কের প্রযুক্তিগত স্বনির্ভরতার বড় পদক্ষেপ।

প্ল্যাটফর্মটিতে সংযুক্ত তুর্কি ভাষার বড় আকারের এআই মডেল ব্যবহার করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ট্যাগকৃত পোস্টে প্রতিক্রিয়া জানায় এবং ব্যবহারকারীর এনগেজমেন্ট বৃদ্ধি করে।

বিভিন্ন তরুণ প্রোগ্রামারদের তৈরি অ্যাপ্লিকেশন ভুয়া তথ্য চিহ্নিত করতে সাহায্য করছে। এটি সোশ্যাল মিডিয়ার নির্ভরযোগ্যতা বাড়াচ্ছে। ব্যবহারকারীরা কোনোরকম সীমাবদ্ধতা ছাড়াই তাদের মতামত প্রকাশ করতে পারেন।

এএইচ