ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৫ ১৪৩২

ঘুষ লেনদেন: দুই কর্মকর্তার মারামারি

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২০ আগস্ট ২০২৫ বুধবার

সাভার পৌরসভায় একটি ফাইল তদারকিতে বনিবনা না হওয়ায় দুই কর্মকর্তার মধ‍্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই অভিযুক্ত এক কর্মকর্তার অফিস ত‍্যাগের ঘটনা ঘটেছে। 

আজ বুধবার দুপুরে সাভার পৌর কার্যালয়ে এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে জানা গেছে, চলতি বছরের জুন মাসে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মৌজার ১১৮ হোল্ডিং এর আঃ হালিমের নাম পরিবর্তনের জন্য জৈনক হাকিম আলী সরদার পৌরসভায় আবেদন করে। ওই আবেদনে কর আদায়কারী নজরুল ইসলাম গ্রাহকের কাছ থেকে ৫ হাজার টাকা নেন। এ আবেদনের বিপক্ষে গ্রাহককে ১১৫০ টাকার রশীদ দিয়ে কাজটি পেন্ডিং রাখেন। 

পরে ওই কাজটি না হওয়ায় আজ দুপুরে নজরুল ইসলামের কাছে যান একই অফিসের আরেক কর আদায়কারী কর্মকর্তা মোঃ নাজমুল। ওই ফাইলটি কেন সমাধান করা হয়নি এমন কথা নিয়ে নজরুলের কাছে জানতে চান। এ সময় উভয়ই ক্ষীপ্ত হয়ে প্রথমে বাদানুবাদ ও এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দু'জনই এ সময় আহত হন। 

এ ঘটনার পরই অফিস ত‍্যাগ করে চলে যান নজরুল ইসলাম। 

এ ব‍্যাপারে ঘটনার কথা স্বীকার করে কর্মকর্তা নাজমুল বলেন, নজরুল তাকে আগে আক্রমণ করে এরপর তিনি আঘাত করেন। এ সময় তিনি বিষয়টি অভ‍্যন্তরীন বিষয় বলে সাংবাদিকদের এটি প্রচার না করার জন্যও অনুরোধ করেন। 

তবে এ ব‍্যাপারে আরেক অভিযুক্ত নজরুল ইসলাম ঘটনার পরপরই লাঞ্চের কথা বলে অফিস হতে চলে গেলেও আর ফিরে না আসায় গুঞ্জনের সৃষ্টি হয় কার্যালয়ে।

তাদের সহকর্মী আরেক কর্মকর্তা মিসেস তন্দ্রা ফাইল নিয়ে এ ঘটনা ঘটেছে কথা স্বীকার করেছেন।

ঘটনার পর পৌর এলাকায় পৌর কার্যালয়ে ঘুষ লেনদেনের বিষয় নিয়ে চাউর হয়। তবে এ ব‍্যাপারে অফিসের উর্ধ্বতন কর্তারা কোন কথা বলতে রাজি হননি। পৌর প্রশাসক মোঃ আবুবকর সরকারকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।

এএইচ