শাকিব খানের ‘প্রিন্স’: ঢাকায় শুরু হতে যাচ্ছে অ্যাকশন-ড্রামার নতুন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার

ছোট-বড় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। মাঝখানে দু’হাতে দুটি পিস্তল প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একজন। আবছা আলোয় চারপাশে ফুটে উঠছে রাজধানী ঢাকার ম্যাপ-যেখানে দেখা যাচ্ছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার ও গেণ্ডারিয়ার নাম।
এমন পোস্টার দিয়েই ঘোষণা হলো ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর। ট্যাগলাইন রাখা হয়েছে “ওয়ান্স আপন অ্যা টাইম ঢাকা”। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যাড-এর ব্যানারে এটি তাদের প্রথম চলচ্চিত্র। প্রযোজক শিরিন সুলতানার উদ্যোগে সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ, যিনি এর আগে শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণ করলেও এবারই প্রথম সিনেমা নির্মাণে আসছেন।
ঘোষণার সময় পোস্টারে লেখা হয়েছে—“শহর চিনবে তার আসল নায়ককে। ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের।”
নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, “গুলিস্তান টু গুলশান—সব দর্শকের উপভোগের কথা মাথায় রেখে লার্জার দ্যান লাইফ স্কেলে এই সিনেমাটি বানানোর পরিকল্পনা করছি। এটি হবে ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে এক গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন ও পারিবারিক ড্রামা—সবই থাকবে।”
শাকিব খানকে নিয়ে নির্মিত ‘প্রিন্স’-এ আরও কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের শেষ দিকে দেশের বাইরে শুটিং শুরু হবে এবং আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
এসএস//