সহকারী শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার

নোয়াখালীর হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) সকালে ভিডিওটি এই প্রতিবেদকের হাতে এসেছে। এর আগে ভিডিওটি অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
ফাঁস হওয়া চার মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে হাতিয়ার গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালকে ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে অন্তরঙ্গ হতে দেখা যায়। ভিডিওটি দুলাল নিজেই তার মোবাইলে ধারণ করেন।
অভিযুক্ত মনিরুজ্জামান দুলাল বর্তমানে জেলার সদর উপজেলার পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্র জানায়, মনিরুজ্জামান দুলালের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের অভিযোগ ওঠে। পরে তাকে হাতিয়া থেকে নোয়াখালী সদরে বদলি করা হয়।
গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালের বিরুদ্ধে অসংখ্য নারী কেলেঙ্কারি সবার মুখে মুখে। একজন শিক্ষক হয়ে তার এমন অপকর্মে আমরা লজ্জিত। আমরা তার বিচার চাই।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক মনিরুজ্জামান দুলালের নারী কেলেঙ্কারি নিয়ে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী বেশ কয়েকবার সালিশ করে তাকে শাস্তি দেন। তারপরও সংশোধন না হওয়ায় তাকে হাতিয়া থেকে সদরে বদলি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, এটি শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক বিষয়। ভিডিওর ঘটনায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এমন অনৈতিক কাজে জড়িত হওয়ার সাহস না করে।
অভিযোগের বিষয়ে পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালকে বার বার কল দিলেও তার সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে তার এক আত্মীয় বলেন, ভিডিওটি প্রকাশের পর থেকে দুলাল ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন।
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব বলেন, বিষয়টি এখনো আমাদের কাছে আসেনি। তবে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ