ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, প্রেমিকাকে স্ত্রী হিসেবে পেতে ইসলাম ধর্ম গ্রহণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৪ আগস্ট ২০২৫ রবিবার | আপডেট: ০৬:৫৭ পিএম, ২৪ আগস্ট ২০২৫ রবিবার

ফেসবুকে প্রেমের সূত্রে চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ নামের এক যুবক। গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছে রবিবার সকালে তিনি কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে যান।

বৃষ্টিকে বিয়ে করতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নতুন নাম রাখেন সোহান আহাম্মেদ। পরে পরিবারসহ কুষ্টিয়া আদালতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রস্তুতি নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে তাদের পরিচয় হওয়ার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে দূরদেশ থেকে এসে মুসলিম রীতিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এসএস//