এআই তৈরি ছবি দিয়ে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে দুটি পৃথক ছবিকে কৃত্রিমভাবে একত্রে জুড়ে দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে হৃদনীর ইসলাম হৃদিতা নামে এক তরুণীকে জড়িয়ে ফেসবুকে বিভিন্ন আলোচনা চলছে। এসব আলোচনার মধ্যেই এই দুজনের একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ছবিটিতে হৃদনীর ইসলাম হৃদিতাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। ঠিক তার পেছনেই আইফোন হাতে দেখা যায় উপদেষ্টা আসিফ মাহমুদকে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তাদের দুজনের দুটি পৃথক বাস্তব ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জুড়ে দিয়ে এটি প্রস্তুত করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
এএইচ