ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ১০
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩১ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ঘটে এ দুর্ঘটনা।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বাসটি সড়কের ডিভাইডারে উপরে উঠে যায়। এতে আহত হয় ৫ জন।
পরে গোল্ডেন লাইন পরিবহনকে পেছনে আরো ৩টি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে আহত হয় আরো ৫ জনসহ মোট ১০ জন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।
এএইচ