জাপা কার্যালয়ে সংঘর্ষে একুশে টেলিভিশনের সাংবাদিক রিপন আহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার | আপডেট: ০৯:১৫ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার

রাজধানীর কাকরাইল এলাকায় শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা ও অগ্নিসংযোগ চালান। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই সংঘর্ষে একুশে টেলিভিশনের সাংবাদিক এস. এম. মাঈনুদ্দীন রিপন গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রিপনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং কয়েক জায়গায় কেটে রক্তক্ষরণও হয়েছে।
বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
এসএস//