ঢাকা, বৃহস্পতিবার   ০৪ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ১৯ ১৪৩২

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৩ এএম, ৩১ আগস্ট ২০২৫ রবিবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে ঘরের পিছনে জমে থাকা পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে শিহারচর বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমির আলীর স্ত্রী রোকসানা ও তার মেয়ে লামিয়া।

স্থানীয়রা জানান, রোকসানা জমে থাকা বৃষ্টির পানি সেচতে গিয়ে পাম্পের সুইচ স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে মেয়ে লামিয়া এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক বাশার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ