ঢাকা, বুধবার   ০৩ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ১৮ ১৪৩২

পল্টনে ডিবি পরিচয়ে ডাকাতি, কনস্টেবলসহ গ্রেপ্তার ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৩১ আগস্ট ২০২৫ রবিবার

রাজধানীর পল্টন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত কোটি টাকার ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬)সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

শনিবার (৩০ আগস্ট) মিরপুর ও বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট দুপুরে প্রায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মো. সাইদুর রহমানের দোকানে প্রবেশ করে। তারা ম্যানেজার ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে লকার থেকে ৪৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। 

এ ঘটনায় পল্টন থানায় মামলা হলে তদন্তে নেমে র‌্যাব-৩ এর একটি দল ২৯ আগস্ট রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মূল আসামি ও চাকরিচ্যুত কনস্টেবল খাইরুল রানাকে গ্রেফতার করে। 

পরে, তার দেওয়া তথ্য অনুযায়ী ৩০ আগস্ট মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো— আব্দুল মান্নান, শাহিদুর রহমান, আব্দুল্লাহ, নয়ন মিয়া ও রুবেল। 

র‌্যাব-৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এএইচ