চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৩১ আগস্ট ২০২৫ রবিবার

সংঘাতের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় আগামীকাল রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে আজ রোববার বিকেল ৩টা থেকে আগামীকাল (সোমবার) রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা বহাল থাকবে।
এ সময়ে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, সমাবেশ, অস্ত্র বহন, পাঁচজনের বেশি লোকের সমাবেশ এবং যেকোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে রোববার দুপুরে ওই এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন ও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলায় প্রো-ভিসি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী। এ ছাড়া রক্তাক্ত অবস্থায় অনেক শিক্ষার্থীকে উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করার ঘটনাকে কেন্দ্রে করে রাতভর স্থানীয় গ্রামবাসী সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে ৬০ জন আহত হন।
এ ঘটনার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এএইচ