ঢাকা, বুধবার   ০৩ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ১৮ ১৪৩২

দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত জাগপা সভাপতি লুৎফর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০২ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সমমনা দলগুলোর সঙ্গে গণঅধিকার পরিষদের আলোচনা সভা থেকে ফেরার পথে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

এ হামলায় তার ডান হাঁটু, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একাধিক স্থানে সেলাই দিতে হয়।

ঘটনার পরপরই আহত খন্দকার লুৎফর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম সেখানে ছুটে যান। 

এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহত নেতার সুচিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।

এএইচ