নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: ব্যারিস্টার সায়েম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৫:৪৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেছেন, “ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। জাতি এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখছি, কিছু কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল হবে না।”
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সায়েম বলেন, “গত তিনটি নির্বাচনে নতুন প্রজন্ম ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার তাদের উৎসাহ-উদ্দীপনা এতটাই প্রবল যে, কেউ নেতিবাচক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করলে সফল হবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি ও গণতন্ত্রমনা সব দল একসঙ্গে কাজ করছে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য। মানুষের প্রত্যাশা হলো যোগ্য প্রার্থীরাই নমিনেশন পাবেন এবং সংসদে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি বেছে নিতে পারবেন।”
তারেক রহমানের এই উপদেষ্টা অভিযোগ করে বলেন, “অতীতে নির্বাচন প্রক্রিয়ায় টাকার ছড়াছড়ি ও মাসুল সংস্কৃতি ছিল। এবার বিএনপি তা পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।”
সমাবেশস্থলে ব্যারিস্টার আবু সায়েমের পক্ষ থেকে দেশমাতা ফাউন্ডেশনের ব্যানারে একটি পানি কর্নার স্থাপন করা হয়। সমাবেশস্থলের বিভিন্ন স্পটে পিকআপভ্যানে করে নেতাকর্মীদের জন্য প্রায় ১০ হাজার পানির বোতল বিতরণ করা হয়।
পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আট হাজার বুকলেট বিতরণ করা হয়।
এএইচ