ঢাকা, শুক্রবার   ০৫ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২০ ১৪৩২

গাজীপুরে সন্ত্রাসী সুমন বাহিনীর ৫টি টর্চার সেলের সন্ধান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৫ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসী সুমন বাহিনীর ৫টি টর্চার সেলের সন্ধান পেয়েছে পুলিশ। এসব স্থানে  অভিযান চালিয়ে একটি এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয় তিনজনকে।  

মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুরের বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের ৫টি টর্চার সেল ভেঙে গুড়িয়ে দিয়েছে পুলিশ। 

টর্চার সেলগুলো থেকে একটি এয়ার গান ও দেশীয় অস্ত্র লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। এসময় সুমন বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব টর্চার সেলে বিনা অপরাধে মানুষকে এনে বেঁধে শারীরিক নির্যাতনের পর আদায় করা হতো মোটা অংকের টাকা। রাতভর চলতো মাদকের আড্ডা। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত সুমন শেখদের কয়েকটি টর্চার সেলের সন্ধান পেয়ে সেগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। টর্চার সেলগুলো একটি এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এএইচ