ঢাকা, শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২২ ১৪৩২

সীমান্তে মানবতা: ভারতীয় বৃদ্ধার মরদেহ দেখতে পেল বাংলাদেশি স্বজনরা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার | আপডেট: ১২:৫৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

সীমান্তে নানা ধরনের উত্তেজনা সত্তেও বিজিবি-বিএসএফ মানবতার এক নজির স্থাপন করে দেখালো। ভারতে মারা যাওয়া পচি খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ খাটিয়া করে এনে নোম্যান্সল্যন্ডে তার বাংলাদেশি স্বজনদের দেখানো হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা এগারটার দিকে ভারতের হৃদয়পুর বাংলাদেশের মুজিবনগর সীমান্তের ১০৫নং মেইন পিলারের নিকট সীমান্তের শূণ্যরেখায় ওই ভারতীয়র মরদেহ দেখনো হয়। 

পচি খাতুন ভারতের কৃষ্ণনগর জেলার চাপড়া থানার মৃত জামাত শেখের স্ত্রী। এর আগে রাতে পচি খাতুন মারা মারা গেলে তার মরদেহটি দেখার জন্য বাংলাদেশি স্বজনরা বিজিবি মুজিবনগর ক্যাম্প কমান্ডার বরাবরে আবেদন করেন। বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সাথে পতাকা বৈঠকে লাশ দেখানোর বিষয়ে আলোচনা করেন। এতে বিএসএফ সম্মত হয়। 

পরে খাটিয়ায় করে ভারতের স্বজনরা পচি খাতুনের লাশ বহন করে সীমান্তে নিয়ে আসেন। তখন বিজিবি-বিএসএফের উপস্থিতিতে শেষ বারের মত বাংলাদেশি স্বজনরা পচি খাতুনের লাশ দেখতে পান। দেখাদেখি শেষ হলে পুনরায় তারা খাটিয়া করে লাশ নিয়ে চলে যান। 

এসময় সীমান্তে মানবিকতার অপার দৃষ্টান্ত দেখা যায়। উপস্থিত সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

পচি খাতুনের স্বজন সোহরাব হোসেন বলেন, আমার খালা দীর্ঘদিন রোগভোগের পর গেল রাতে মারা গেছেন। সীমান্তে তারকাটার বেড়ার কারণে সেটা এখন আমাদের জন্য দূর দেশ। ফোনে কথাবার্তা হতো। স্বচেক্ষে দেখার সৌভাগ্য হয়না। খালা আজ আল্লার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা খালাকে শেষ বারের মত একবার দেখার জন্য বিজিবির নিকট আবেদন করেছিলাম। বিজিবি-বিএসএফ আন্তরিকার সাথে বিষয়টি উপলদ্ধি করে লাশটি আমাদের দেখানোর ব্যবস্থা করেছেন। আমরা উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। 
  
পতাকা বৈঠকে বিএসএফ ভারতের হৃদয়পুর ক্যাম্পের কম্পানি কমান্ডর বিথুন কুমারসহ ছয়জন ও বাংলাদেশের পক্ষে মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাশারসহ ছয়জন নেতৃত্ব দেন।

এএইচ