‘আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রি করে’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

আরাকান আর্মি মাদক বিক্রি করেই টিকে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বর্তমানে দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে এবং বিভিন্ন ধরনের নতুন মাদকও যুক্ত হচ্ছে।
এগুলো হোটেলসহ নানা স্থানে ছড়িয়ে পড়ছে। ‘আমরা অনেক মাদক ধরতে পারছি, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে,’ বলেন তিনি।
উপদেষ্টা জানান, আরাকান আর্মির মূল অর্থনৈতিক ভিত্তিই মাদক ব্যবসা। তারা মিয়ানমারের সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। যদিও সাম্প্রতিক সময়ে কৃষির দিকে ঝুঁকছে, তবে এখনো প্রতিদিন লাখ লাখ ইয়াবা দেশে প্রবেশ করছে।
এ সময় তিনি ইলিশ উৎপাদন কমে যাওয়ার বিষয়েও কথা বলেন। কীভাবে প্রজনন বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শিক্ষিত সমাজের অংশগ্রহণে ডাকসু নির্বাচন একটি মডেল হতে পারে। প্রিজাইডিং ও পোলিং অফিসাররাও উচ্চশিক্ষিত। এটি জাতীয় নির্বাচনের সঙ্গে পুরোপুরি মিল না থাকলেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য এটি একটি উদাহরণ।
এসএস//