হুইল চেয়ারে করে ভোট কেন্দ্রে মেঘমল্লার বসু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজের ভোট দিতে হুইলচেয়ারে করে শারীরিক শিক্ষা কেন্দ্রে আসেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একজন সহযোগীর সহযোগিতায় হুইলচেয়ারে করে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। কেন্দ্রে এসে মেঘমল্লার বসু আশা প্রকাশ করেন, ব্যালটে প্রগতির পক্ষে রায় দেবে শিক্ষার্থীরা।
ডাকসু নির্বাচনের প্রচারণার মাঝেই গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হতে হয় মেঘমল্লার বসুকে। এ সময় তার শরীরে অস্ত্রোপচার হয়। গত ৭ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ফিরেই প্রচারণায় নামেন মেঘমল্লার বসু। সেদিনও হুইলচেয়ারে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আসেন তিনি।