ঢাকা, বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৫ ১৪৩২

নেপালে বাংলাদেশিদের ভ্রমণ না করার পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভ দেশটির অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবারও মন্ত্রীদের আবাসিক এলাকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

মঙ্গলবার নেপালে বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটিতে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশিদের নিজ নিজ হোটেলে অবস্থানের জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হলো। যারা ভ্রমণ করতে ইচ্ছুক তাদের আপাতত নেপালে না আসার নির্দেশনা দেওয়া হচ্ছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ এই দুই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে সোমবার বিক্ষোভে উত্তাল হয় রাজধানী কাঠমান্ডুসহ অন্যান্য জেলা। সরকার সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে মঙ্গলবারও রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত আছে।

মঙ্গলবার কাঠমান্ডু উপত্যকা ও অন্যান্য জেলায় বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছেন। ললিতপুরে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলের ভৈসেপাটির বাসভবনে পাথর ছোড়া হয়। বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

এসএস//