ঢাকা, বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৫ ১৪৩২

নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৮:৫২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

বিশৃঙ্খলা–সহিংসতা ও তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ করার কয়েক ঘণ্টা পরই দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন।

এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল।

তবে তার পদত্যাগের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে নেপালের কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পদত্যাগ করার আগেই সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলেছিলেন কেপি শর্মা ওলি এবং পরিস্থিতির অবনতিশীলতার দায়িত্ব নেওয়ার জন্য তাকে অনুরোধও করেন।

খবরে আরও দাবি করা হয়, ওলির অনুরোধের জবাবে জেনারেল সিগডেল বলেন যে, তিনি (ওলি) ক্ষমতা ছাড়লেই কেবল সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে পারবে। সেনাবাহিনীর সূত্র আরও জানিয়েছে, কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর ‘সেনাবাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত’।

তবে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।

ইতোমধ্যে, বালুওয়াতারে নিজের সরকারি বাসভবন থেকে নিরাপদে বেরিয়ে আসা এবং দেশ ত্যাগের জন্য ওলি সেনাবাহিনীর সহায়তাও চেয়েছেন বলে জানা গেছে।

সূত্রের দাবি, পদত্যাগের পর ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

এসএস//