ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

সংস্কারের সাফল্যের ওপর আগামীর পথরেখা, বললেন আলী রীয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ভর করবে চলমান সংস্কার প্রক্রিয়ার সফল বাস্তবায়নের ওপর—এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে 'জুলাই জাতীয় সনদ ২০২৫' বাস্তবায়ন নিয়ে আয়োজিত রাজনৈতিক সংলাপে এসব কথা বলেন তিনি।

আলোচনায় অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সংলাপের শুরুতেই ড. রীয়াজ জানান, সংস্কার বাস্তবায়নে সকলের সহযোগিতা অপরিহার্য, এবং ঐকমত্যের ভিত্তিতেই রাষ্ট্রের আগামী রূপরেখা নির্ধারিত হবে।

তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন নিয়ে কমিশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দলগুলোর মধ্যে সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য গড়ে উঠেছে, এমনকি ভিন্নমত বা ‘নোট অব ডিসসেন্ট’ রেখেও আলোচনা এগিয়েছে।”

ড. আলী রীয়াজ আরও স্পষ্ট করেন, “এই কমিশন কারও ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই রাষ্ট্র সংস্কার ও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। সেইসঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শও ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।”

আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতারা জানান, বর্তমান প্রেক্ষাপটে একটি সমন্বিত সংস্কার প্রক্রিয়া জরুরি, যেখানে সব পক্ষের সম্মিলিত মতামত থাকবে এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন হবে।

এসএস//