ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৯ ১৪৩২

ফরিদপুরে অবৈধ অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় একটি বিশেষ অভিযানে অবৈধ ডাবল ব্যারেল বন্দুকসহ স্বেচ্ছাসেবক দলের নেতা মাহফুজুর রহমান সবুজকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত দল এই অভিযান চালায়। আটককৃত সবুজ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে পরিচিত।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।

এ গ্রেপ্তারের বিষয়ে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন এবং সাংগঠনিকভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং আটককৃত সবুজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি এই ধরনের অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছেন।

সেনাবাহিনী জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। অপরাধ নির্মূলে তারা সাধারণ মানুষকে সেনা ক্যাম্পগুলোতে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

এএইচ