ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩০ ১৪৩২

গোয়ালন্দে লাশ পোড়ানো ঘটনায় ওসি`র পর এবার ইউএনও বদলি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবার শরীফে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও কবর থেকে মরদেহ উত্তোলন করে মহাসড়কে এনে পোড়ানোর ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি’র পর এবার বদলি করা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। 

আলোচিত এ ঘটনার জেরে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে জেলা পুলিশ অফিসের ক্রাইম শাখায় বদলি করা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক রপ্তানি উন্নয়ন ব্যুরো পদে বদলি করা হয়েছে। 

যদিও জেলা সহকারী পুলিশ সুপার মোস্তফা আল রাজীব প্রেসনোটে জানান, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জের বদলি পুলিশের নিয়মিত কাজের একটি অংশ মাত্র। দাপ্তরিক কাজের স্বার্থে তাকে পুলিশ অফিসের ক্রাইম শাখায় বদলি করা হয়েছে। এটিকে কেন্দ্র করে বিভিন্ন গুজব আমাদের গোচরীভূত হচ্ছে। অত্র বদলি নিয়ে কোন বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শুক্রবার নুরাল পাগলের কবর উঁচু থেকে নিচু করাসহ বিভিন্ন দাবিতে জুম্মার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। 

বিক্ষোভ সভায় বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের নিভৃত করার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারী গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাংচুর করে। সেই সাথে ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২ জনকে পিটিয়ে ও ঢিল ছুঁড়ে আহত করে। 

এরপর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের বাড়ী ও দরবারের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এক পর্যায়ে তৌহিদী জনতা, নুরুল হক অরফে নুরাল পাগালের লাশ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। পরে রাতেই ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা (২৮) নামে এক ব্যাক্তি নিহত হয়। এই ঘটনায় সারা দেশব্যাপি নিন্দার ঝড় উঠে। 

এএইচ