ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা-ভাঙচুর-আগুন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৩:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা পরিষদ, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা যায়, আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভেঙে চুরমার করে ও আগুন ধরিয়ে দেয়। এছাড়া থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ বেলা ২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যেকোনো সময় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল।
সর্বশেষ খবরে জানা গেছে, পুরো মহাসড়ক এবং ভাঙ্গা উপজেলা বাজার এখন আন্দোলনকারীদের দখলে। প্রথমে তারা ভাঙ্গা থানায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এরপর উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে হামলা এবং অগ্নিসংযোগ চালায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়ানোর পরিবর্তে নিরাপদ স্থানে অবস্থান নিচ্ছেন। আন্দোলনকারীরা দফায় দফায় মহড়া দিচ্ছে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
এএইচ