ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

কয়েকটি দলের সাথে জামায়াতের যুগপৎ কর্মসূচি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী তাদের যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কর্মসূচি ঘোষনা করেন।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তারা ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। পরদিন ১৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোয়। আর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবে ২৬ সেপ্টেম্বর।

জামায়াতসহ ধর্মভিত্তিক কয়েকটি দল একই দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নামছে। তাদের এই যুগপৎ আন্দোলনে গতকাল রোববার ঢাকা থেকে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ সোমবার জামায়াত এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলন করে অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হলো।

সরকার ও নির্বাচন কমিশন যখন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে, এমন এক প্রেক্ষাপটে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে।

এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। কারণ দলটি পিআর পদ্ধতির নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এছাড়া তারা জুলাই সনদের বাস্তবায়ন চায় নির্বাচিত সংসদে।

আর জামায়াতসহ যুগপৎ আন্দোলনে নামা দলগুলোর নেতারা বলছেন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে কোনো পরিবর্তন আসবে না। সেজন্য তারা আন্দোলনের কর্মসূচি নিয়েছেন।

এএইচ