ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিনে থমথমে পরিস্থিতি, সতর্ক প্রশাসন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা এলাকায় পূর্ব ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনেও কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গতকালের দিনভর সহিংস ঘটনার পর আজ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল থেকে ভাঙ্গা ইন্টারসেকশন এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে, আন্দোলনকারীরা যাতে পুনরায় সহিংসতায় জড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান মোল্লা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন প্রকার অবরোধ ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাম্প্রতিক সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা ফেরার পথে ডিআইজি রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয়, তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। 'যারা ফ্যাসিস্ট, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।' ইতিমধ্যেই জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
ডিআইজি ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করেন এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এই ঘটনায় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
এএইচ