ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান।

স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপদেষ্টা আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন। 

জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারের রোগী। তিনি প্রায়ই চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান।

উল্লেখ্য, নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

এএইচ