উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘জব ফেয়ার-২০২৫’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (অস্ট) ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘জব ফেয়ার-২০২৫’।
শি-স্টেম’র সহযোগিতায় আয়োজিত ‘জব ফেয়ার - ২০২৫’ এক্সিলেন্স বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং এন্ড ইনফরমেটিক্স ক্লাবের যৌথ উদ্যোগে চাকরিপ্রার্থী ও শিল্প খাতের পেশাজীবীদের মধ্যে এক অনন্য সেতু বন্ধন তৈরি করে।
এই আয়োজনের অন্যতম পার্টনার হিসেবে সহযোগিতা করেছে কিংডম অব দ্যা নেদারল্যান্ডস, টেন মিনিট স্কুল, এ টু আই (a2i), ডেভলার্ন, লাইটক্যাসেল পার্টনারস, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং এক্সেলেন্স একাডেমি।
রোববার অনুষ্ঠিত মেলায় ৪০টির বেশি স্বনামধন্য দেশি ও বিদেশি কোম্পানি অংশগ্রহণ করে, যা চাকরিপ্রত্যাশীদের জন্য এক বিশাল সুযোগের দ্বার উন্মোচন করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি, প্রকৌশল, ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) এবং টেক্সটাইল খাতের কোম্পানিগুলো ছিল উল্লেখযোগ্য।
দিনভর প্রায় আড়াই হাজারের বেশি শিক্ষার্থী ও স্নাতক ডিগ্রিধারী চাকরিপ্রার্থীরা তাদের সিভি জমা দেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পান। অনেকেই ফুল-টাইম, পার্ট-টাইম চাকরি এবং ইন্টার্নশিপের জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেন।
তিনটি বড় কোম্পানীতে সরাসরি ইন্টারভিউ দেয়ারও সুযোগ পান সবাই।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (STEM) বিভাগের শিক্ষার্থীদের জন্য এবারের মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজনের অন্যতম সহযোগী শি-স্টেম (SheSTEM)র তত্ত্বাবধানে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হয়, যা নারী ক্ষমতায়নে আয়োজকদের প্রতিশ্রুতির প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল হক। তিনি বলেন, আমরা সবসময় আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ারের সঠিক পথ দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জব ফেয়ার তাদের পেশাগত জীবন শুরুর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
উপস্থিত ছিলেন আইসিটি ডভিশনের এ টু আই (a2i) লিড ফিচার এডুকেশানের পলিসি এনালিস্ট, মোঃ আফজাল হোসাইন সারওয়ার; রিসোর্স মোবালাইজেশান বিভাগের প্রধান মোঃ শাহরিয়ার হাসান জিসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন লাইট ক্যাসেল পার্টনারসের সিনিয়র বিজনেস কনসালটেন্ট ও প্রজেক্ট ম্যানেজার ওমর ফারহান খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দিনব্যাপী এই আয়োজনটি শুধুমাত্র চাকরি মেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল শিক্ষার্থী, পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক মিলনমেলা। আয়োজকরা ভবিষ্যতে এমন আরও বড় পরিসরে জব ফেয়ার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
এএইচ