মালয়েশিয়ায় হালাল পণ্যের প্রদর্শনীতে রিমার্কের অংশগ্রহণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

বিশ্বের সর্ববৃহৎ হালাল পণ্য ও সেবার প্রদর্শনী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (MIHAS) ২০২৫তে অংশ নিচ্ছে রিমার্ক এইচবি লিমিটেড। দেশের প্রথম হালাল স্কিনকেয়ার ও কসমেটিকস প্রস্তুতকারক হিসেবে রিমার্ক এই প্রদর্শনীর মাধ্যমে ১শ’ বিলিয়ন ডলারের গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রিতে অংশ নিতে যাচ্ছে।
রিমার্কের লিলি, নিওর, সিওডিল, হারল্যান, স্কিনমিন্ট, অরিক্স, ক্যাভোটিন, একনল, ডার্মাইউসহ ব্র্যান্ডগুলোর হালাল সার্টিফিকেশন পাওয়া উচ্চ মান সম্পন্ন দুই শতাধিক পণ্য এই পদর্শনীতে উপস্থাপন করা হবে।
আগামীকাল বুধবার ১৭ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার (MITEC)-এ অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্বের ৬৬টি দেশ থেকে আগত ৩ হাজারের বেশি হালাল সার্টিফাইড কোম্পানি এতে অংশ নিচ্ছে। প্রদর্শনীর ৭নং হলের ৭এম০২ বুথে থাকবে বাংলাদেশে উৎপাদিত রিমার্কের ব্র্যান্ডগুলোর প্রদর্শনী।
আয়োজকরা ধারণা করছেন প্রদর্শনীতে সারা বিশ্ব থেকে প্রায় ৫০ হাজার দর্শনার্থী ও ব্যবসায়িরা যুক্ত হবেন।
রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদুল ইসলাম জানান, রিমার্ক এলএলসি ইউএসএ এবং দক্ষিণ এশিয়া বিজনেস ইউনিট - রিমার্ক এইচ বি লিমিটেড ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিজনেস ইউনিট - হারল্যান নিউ ইয়র্ক কোম্পানি লিমিটেড, থাইল্যান্ড এর যৌথ ভাবে এতে অংশ নিচ্ছে।
তিনি বলেন, আমাদের ব্র্যান্ডগুলো সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই আমাদের প্রদর্শনীতে অংশগ্রহণ। গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ উৎপাদন খাতে বাংলাদেশের সুনাম আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে দর্শনার্থী ও ব্যবসায়িদের সামনে ব্র্যান্ডগুলোকে তুলে ধরতেই এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে রিমার্ক।
হালাল কসমেটিকস ব্যবহার করার বৈশ্বিক প্রবণতা ক্রমশ বাড়ছে, শুধুমাত্র মুসলিমদের মধ্যে নয়, নিরাপদ এবং নৈতিক গুণাবলীর কারণে অ-মুসলিমদের মধ্যেও জনপ্রিয়। হালাল পণ্যের বিশ্ব বাজার প্রতি বছর ৮% হারে বৃদ্ধি পাচ্ছে। রিমার্ক ইতিমধ্যেই সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া এবং আজারবাইজানে তার কার্যক্রম চালু করেছে। উদ্ভাবন ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে রিমার্কের হালাল পণ্য বিশ্ব জুড়ে সম্প্রসারণের পরিকল্পনায় এই প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, এরই মধ্যে থাইল্যান্ডের সুবিশাল বাজারে বাংলাদেশে উৎপাদিত আমাদের কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য রপ্তানি হচ্ছে। প্রদর্শনী থেকে আন্তর্জাতিক বাজারে রিমার্কের পণ্য রপ্তানির আরও বড় সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছি। এবারের কসমোপ্রফ থেকে নতুন রপ্তানি আদেশ বাংলাদেশে কসমেটিকস পণ্য উৎপাদনের আরেকটি মাইলফলক পার করবে বলে মনে করছি। তাছাড়া রিমার্ক এর অপরাপর ত্বক সুরক্ষা ব্র্যান্ডগুলোর মধ্যে হালাল সার্টিফিকেশন প্রাপ্ত পণ্যও বিশ্বের সামনে তুলে ধরা হবে। আশা করছি মধ্যপ্রাচ্যসহ হালাল কসমেটিকস এর বিশ্ব বাজারে প্রবেশ করতে পারবো আমরা।
উল্লেখ্য, লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এই শিল্পে একটি নতুন সংজ্ঞা রচনা করছে। তারই ধারাবাহিকতায় ত্বকের নানান সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের গ্লোবাল ব্র্যান্ডগুলো। ইতোমধ্যে রিমার্কের আন্তর্জাতিক পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য অনেক দেশে রপ্তানি হচ্ছে এবং নতুন নতুন গন্তব্যে রপ্তানি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এখন থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের বাজার থেকে রিমার্কের পণ্যগুলো কিনতে পারবেন। বিশেষ করে যারা বিদেশী পণ্যের প্রতি বেশি আগ্রহী তাদের জন্য দারুন সুযোগ।
এএইচ