ঢাকা, শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

নিখোঁজ ছাত্রীর মরদেহ মিললো প্রতিবেশির গোয়ালঘরে, আটক ২

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিনদিন পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে শিশু শিক্ষার্থী তাসনিয়া খাতুন (১০)র বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাসনিয়া খাতুন উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় তাসনিয়া খাতুন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। পরবর্তীতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। 

ঘটনা জানাজানি হলে একরামুল পালিয়ে যায়। তবে গ্রামবাসী তার বাড়ির এক নারীকে অবরুদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। 

ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একরামুল ইসলামের স্ত্রীসহ দুই নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. করিম জানান, গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়েছে। ঘটনায় আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে।

এএইচ