ঢাকা, শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। 

হামলায় আহতাবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে শনিবার সকাল সাড়ে ১০টায় আনোয়ার ও পরে আমির হামজা মারা যান।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন  (৬০) ও  আমির হামজা (৪৫)। তারা উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত খোদা বকসের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ও হামজা দুই ভাই শনিবার সকাল ৮টার দিকে উথলী গ্রামের ৭২নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যান। এসময় প্রতিপক্ষের ৮-১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যায়। 

স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে আনোয়ার হোসেন ও পরে আমির হামজার মৃত্যু হয়। 

এই ঘটনায় উথলী এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। 

এএইচ