ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৮:১৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এএইচ