বিউটি পার্লার থেকে জাল টাকাসহ অস্ত্র-গুলি উদ্ধার, ৩ নারী আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ১০:২২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা সদরের একটি বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। এ ঘটনায় ওই পার্লারের তিন নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার বিকালে নবীনগর পৌর এলাকার আদালতপাড়া এলাকায় অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে অবৈধ অস্ত্র এবং জাল টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে ১০ লাখ ১৮ হাজার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি রয়েছে।
স্থানীয় সূত্র ও পার্লারে কর্মরতরা জানান, রোববার বিকালে উপজেলার আদালতপাড়ায় অবস্থিত বউ সাজ বিউটি পার্লারে ফেশিয়াল করতে একজন নারী আসেন। ওই নারীর হাতে একটি ব্যাগ ছিল। পার্লারের চেয়ারে বসে দেড় হাজার টাকা পরিশোধ করার শর্তে ওই নারীর ফেশিয়াল শুরু করে পার্লারে কর্মরত এক নারী। এক পর্যায়ে মুঠোফোনে একটি কল আসলে পাঁচ মিনিট পর এসে ফেশিয়াল করবেন বলে জানিয়ে পার্লার থেকে চলে যান ওই নারী। কিন্তু ব্যাগ ফেলে গেলেও ওই নারী আর ফিরে আসেননি।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ওই বিউটি পার্লারে এসে ব্যাগটি তল্লাশি করে এর ভিতরে বিপুল পরিমাণ জাল টাকা ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করেন।
পার্লারের পাশের সিসিটিভির ফুটেজ দেখা যায়, একজন যুবতী রিক্সা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালত পাড়ার "বউ সাজ" বিউটি পার্লারে প্রবেশ করেন৷
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পার্লারের তিন জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএইচ