ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

মিঠাছড়া বাজারে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

উত্তর চট্টগ্রাম মীরসরাই উপজেলাধীন ঐতিহ্যবাহী মিঠাছড়া বাজারে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় স্থানীয় 'মিতালী ক্লাব'র উদ্যোগে এর আয়োজন করা হয়।

এতে মিতালী ক্লাবের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনসহ চট্টগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটি অংশ নেয়।

বৃষ্টি উপেক্ষা করে বাজারের দক্ষিণপ্রান্ত থেকে উত্তরপ্রান্তে জনসচেতনতামূলক সভা ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে প্রায় অর্ধশতেরও বেশি কর্মী অংশ নেয়। 

উক্ত আয়োজনে মিঠাছড়াবাজার কমিটির সভাপতি ও মিতালী ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মো: কামাল উদ্দীন ও বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো: আলী আসগরের সমন্বয়ে আরও উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য সচিব সামছুদ্দোহা মামুনসহ অধ্যাপক ইকবাল হোসেন, সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, আহসানুল হক তামিম, ইসমাঈল হোসেন, ব্যবসায়ী গিয়াস উদ্দীন, নজরুল ইসলাম টিপু ও রেডক্রিসেন্টের প্রতিনিধি হিসেবে আহসানুদ্দৌহা আবিদ প্রমুখ। 

উক্ত আয়োজন বাজার পরিষ্কার ও পরিবেশের পাশাপাশি যেমন ডেঙ্গু থেকে ক্রেতা-বিক্রেতাদের আতঙ্ক কমাবে, তেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা সবার।

এএইচ