একজন গুণী শিক্ষকের বিদায়বেলায় যেন শুধুই কান্না
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের হল রুম। সবাই বসে আছেন। সবার মনই খারাপ। কেউ কেউ অশ্রসজল। কারণ এই স্কুলেরই সবার প্রিয় শিক্ষক শেখ গোলাম আহমেদের বিদায় সংবর্ধনা আজ। দীর্ঘ ২৮ বছর এই স্কুলেই দায়িত্বশীলতার সাথে শিক্ষকতা করেছেন গোলাম আহমেদ।
সোমবার শেখ গোলাম আহমেদের বিদায়বেলায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও নানা উপহার সামগ্রী দিয়ে সম্মান জানায় শিক্ষক সহকর্মীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন ছাত্র-ছাত্রীদের জন্য দিকনির্দেশক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস।
কথা বলতে গিয়ে কান্নায় গলা বুজে আসে গোলাম আহমেদেরও। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘এই বিদ্যালয়, এই শিক্ষার্থীরা আমার প্রাণ। তাদের ভালোবাসা ও সম্মানই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
শেখ গোলাম আহমেদ দীর্ঘ শিক্ষকতা জীবনে বহু গুণী ছাত্র ছাত্রী তৈরী করেছেন। যে কারনে আজ তার বিদায়বেলায় সবাই অশ্রুভারাক্রান্ত বলে মনে করেন এলাকাবাসী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।