টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

সোমবার টঙ্গীতে একটি কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থানায় মারা গেছেন।
মঙ্গলবার বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন। তাকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউতে রাখা হয়েছিল।
ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, শামীমের শরীর ১০০% দগ্ধ হয়। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শামীম আহমেদ ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। তার বাড়ি নেত্রকোণা জেলায়। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
সংস্থাটি আরো জানায়, এ নিয়ে অগ্নি নির্বাপণের কাজ করতে গিয়ে গত ১০ বছরে ২৪ জন ফায়ার ফাইটার মারা গেছেন। আহত হয়েছেন ৩৮৬ জন।
এএইচ