কালকিনিতে আ’লীগের পক্ষে মিছিল, গ্রেপ্তার ১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় সন্ত্রাস বিরোধ আইনে সাফায়েত ইভান (১৯) নামের এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাহেব রামপুর ইউনিয়ন হতে ছাত্রলীগের ওই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত ইভান কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডার চর এলাকার আব্দুল হান্নানের ছেলে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাতে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মশাল মিছিল বের করে।মিছিলকারীরা বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করে। এক মিনিটের মিছিলের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ভিডিও দেখে জড়িতদের ধরতে গতকাল রাতে সাহেবরামপুর এলাকায় অভিযান চালায়।এসময় মিছিলে স্লোগান দেওয়া সাফায়েত ইভান নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে কালকিনি থানা পুলিশ। পরে তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা জানান, গত ২২ তারিখ রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে রাষ্ট্রবিরোধী মিছিল করায় গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।