ঢাকা, বৃহস্পতিবার   ২৫ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৯ ১৪৩২

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

এশিয়া কাপে জয় দিয়ে সুপার ফোরের মিশন শুরু করেছে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লক্ষ্যে এবার ভারতের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। টস জিতেই ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ টাইগার অধিনায়ক লিটন দাসসহ একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন লিটনের জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক এবং তিনি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তাদের জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান ও লিটন দাস।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকে), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ

অভিশেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলাদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তি।

এএইচ