টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

টাঙ্গাইলে 'রাষ্ট্রীয় সংকট সমাধানে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা' বিষয়ে সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের নিরালা মোড়ে একটি হোটেলে হেযবুত তওহীদ আয়োজিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান।
হেযবুত তওহীদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাজিম আল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধের উপর বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মেতিজান মাখদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগের সভাপতি এনামুল হক বাপ্পা, জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন পারভেজ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম নাফে, ইংরেজি দৈনিক নিউএজ এর প্রতিনিধি হাবিব খান, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, সাংবাদিক অলক কুমার দাস ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মুক্তার হাসানসহ অনেকে।
গোলটেবিল বৈঠকে প্রচলিত রাষ্ট্রব্যবস্থায় সৃষ্ট সামাজিক অস্থিরতা, সংঘাত ও অবিচারের বিপরীতে একটি সঠিক সমাধান হিসেবে 'তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা'র রূপরেখা তুলে ধরেছে হেযবুত তওহীদ। এতে জেলার বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে রয়াদুল হাসান বলেন, "একটি রাষ্ট্রের প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা নির্ভর করে তার চালিকাশক্তির ওপর, যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে সে পরিচালিত হয়। ত্রুটিপূর্ণ কোনো কাঠামোতে যেমন একটি টেকসই ইমারত দাঁড়াতে পারে না। তেমনি অসম্পূরণ মানবসৃষ্ট ব্যবস্থা কখনো সমাজে স্থায়ী শান্তি আনতে পারেনি।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু।
বৈঠকে বক্তারা মূল প্রবন্ধের ১২টি অনুচ্ছেদের ৬৭টি দফা নিয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এএইচ