ঢাকা, শনিবার   ২৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীতে সিপিআর ও ফিটনেস ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে “সিপিআর অ্যান্ড কার্ডিয়াক ফিটনেস ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনা পার্কের মৎস্য ভবন গেট প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পের প্রতিপাদ্য ছিল “Don’t Miss the Beat”।

ক্যাম্পটি যৌথভাবে আয়োজন করে এক্স-নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত চলা এ ক্যাম্পে জনসাধারণকে হৃদরোগ প্রতিরোধে সচেতন করার পাশাপাশি জীবনরক্ষাকারী সিপিআর (Cardiopulmonary Resuscitation) প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে দেড় শতাধিক অংশগ্রহণকারীর কার্ডিয়াক ফিটনেস স্ক্রিনিং—বিএমআই, রক্তচাপ, রক্তে শর্করা ও স্কিন ফ্যাট পরীক্ষা করে চিকিৎসকরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

প্রশিক্ষণে চিকিৎসকরা জানান, রক্তচাপ, রক্তে শর্করা ও ফ্যাট নিয়ন্ত্রণ, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং আনন্দময় জীবনযাপন হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা উল্লেখ করেন, দেশে প্রতিবছর প্রায় ২ লাখ ৭৫ হাজার মানুষ হৃদরোগজনিত কারণে মারা যান। অথচ সচেতনতা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে প্রায় ৮০ শতাংশ হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (ইমিগ্রেশন) জনাব আসাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. মেজবাউদ্দিন আহমেদ, হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তৌফিকুর রহমান ফারুক, সিনিয়র সাংবাদিক জনাব মাঈনুল আলম, রমনা উষা সংঘের সাবেক সভাপতি জনাব কে. এম. আহমেদুল হক চৌধুরী, ডায়াবেটোলজিস্ট ডা. হাসান হাফিজুর রহমান (রণক), অধ্যাপক ডা. খালিদ হাসান, অধ্যাপক ডা. জাফর মাসুদ এবং ডা. ফারাজি বিপ্লব।

এছাড়া এক্স-নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিয়াজুল হক, ক্যাপ্টেন মো. জাবের, আসিফুর রহমান, ডা. দলিলুর রহমান, ডা. শাকিল আরিফ চৌধুরী প্রমুখ।

বক্তারা আয়োজকদের এ উদ্যোগকে জনকল্যাণমূলক উল্লেখ করে বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে দেশব্যাপী এ ধরনের সিপিআর ও কার্ডিয়াক ফিটনেস ক্যাম্প সম্প্রসারণের মাধ্যমে অকাল মৃত্যুর ঝুঁকি থেকে লাখো মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

এসএস//