মাগুরায় রবিউল ইসলাম নয়নের পথসভা অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার দক্ষিণ মাগুরার ১১নং বেরইল পলিতা ইউনিয়নের ৫ ও ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
তিনি বলেন, “আমরাই তারেক রহমানের সৈনিক। গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায় ঘটিয়েছি। যেমন ১৯৭১ সালে আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তানের শাসন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তেমনি নতুন আন্দোলনের মধ্য দিয়ে দেশ আবারও সত্যিকারের স্বাধীনতা অর্জন করেছে।”
রবিউল ইসলাম নয়ন দৃঢ় কণ্ঠে দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করবে। তিনি বলেন, “এই দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র, অধিকার আর ন্যায়ের রাজনীতি ফিরে পেতে চায়। ইনশাআল্লাহ, জনগণের ভোটের মাধ্যমে আমরা সেই প্রত্যাশা পূরণ করব।”
পথসভায় বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তারা দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশজুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের আন্দোলন আরো বেগবান হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা রবিউল ইসলাম নয়নের বক্তব্যে সমর্থন জানিয়ে আন্দোলনকে আরও তীব্র করার ঘোষণা দেন।
পথসভা শেষে কর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। বিএনপির নেতাকর্মীরা জানান, আসন্ন দিনগুলোতে জনসম্পৃক্ত আরও কর্মসূচি দেওয়া হবে, যাতে আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে পরিবর্তনের ধারা নিশ্চিত করা যায়।